জয়-পরাজয় যাই হোক, দেবিদ্বারের মানুষের সাথে থাকব : হাসনাত আবদুল্লাহ

শনিবার সকাল থেকে দিনব্যাপী দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের চুলহাস, গাংচর, চাটলী, রাজামেহার, হাজীপাড়া, মোল্লাবাড়িসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি এ কথা বলেন।

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Cumilla
বক্তব্য রাখেন হাসনাত আবদুল্লাহ
বক্তব্য রাখেন হাসনাত আবদুল্লাহ |নয়া দিগন্ত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমার নির্বাচন তারাই করবে, যারা রাস্তায় আলো জ্বালায় কিন্তু নিজের ঘরের কুপিতে তেল থাকে না; যারা মানুষের ভাত জোগায় কিন্তু নিজের হাঁড়িতে ভাত রান্নার চাল থাকে না। জয়-পরাজয় যাই হোক, দেবিদ্বারের মানুষের সাথে থাকব।’

শনিবার (৬ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের চুলহাস, গাংচর, চাটলী, রাজামেহার, হাজীপাড়া, মোল্লাবাড়িসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আগে ভোট চাইতে গেলে ভোটারদের টাকা দিতে হতো, এখন আমি ভোটের জন্য গেলে মায়েরাই আমাকে খাবার দেয় এবং পকেটে টাকা গুঁজে দেয়। এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। এবার আপনাদের সন্তানদের উপর আস্থা রাখুন, এক বারের জন্য শাপলা কলিতে ভোট দিন; আপনাদের সম্মান রাখাবো ইনশাল্লাহ।’

তিনি বলেন, ’আমি আপনাদের কথা দিচ্ছি দেবিদ্বারের গণজোয়ার কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা আপনাদের নিয়ে সংসদে যাব।’

শ্রমজীবী মানুষের প্রসঙ্গ উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘যুগ যুগ ধরে এ দেশের নেতৃত্ব এসেছে খেটে খাওয়া মানুষের হাত ধরে। কিন্তু শ্রমজীবী মানুষদের অনেকেই মানুষ বলে স্বীকৃতি দিতে চায় না। ‘কামলা’ বলে অপমান করে। সেই অবহেলিত মানুষের সন্তান হিসেবেই আমি নির্বাচনে দাঁড়িয়েছি।’

নারীদের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি দেবিদ্বারের মায়েরা আমার জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করবে ও রোজ রেখে ভোট দিতে যাবে। ভিন্ন প্রার্থীর সমর্থক স্বামীর সাথে লড়াই করে আমাকেই ভোট দেবে। আমার জয়ের বার্তা দেবিদ্বারের ঘরে ঘরে পৌঁছে গেছে। কিছু রাজনীতিবিদ আছেন- প্রকাশ্যে কিছু বলেন না, কিন্তু গোপনে আমাকেই সমর্থন করেন। সময় হলে তারা সবাই রাজপথে নেমে আসবেন।’

পথসভায় উপস্থিত মায়েদের দোয়া, প্রবাসীদের সমর্থন ও সাধারণ মানুষের ভালোবাসাকেই নিজের সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে তিনি বলেন, ‘আমি জয় বা হার কিছুই দেখি না। মায়েদের দোয়া নিয়ে এগিয়ে চলাই আমার বড় পাওয়া।’

গণসংযোগ শেষে তিনি বিকেলে উপজেলার ওয়াহেদপুর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভাগুলোতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, সার্চ কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম শামিম, উপজেলা জাতীয় ছাত্রশক্তির মেহেদী হাসান ও তানজিম হাসান মেহেদী প্রমুখ।