বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর মহিউদ্দিনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব।
রোববার (২৪ আগস্ট) এক শোকবার্তায় প্রেসক্লাবের সভাপতি, দৈনিক নয়া দিগন্তের ঈশ্বরগঞ্জ সংবাদদাতা মো: আব্দুল আউয়াল এবং সাধারণ সম্পাদক, দৈনিক ইনকিলাব প্রতিনিধি আতাউর রহমান মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন।
শোকবার্তায় তারা বলেন, ‘আলমগীর মহিউদ্দিন ছিলেন সাহসী ও নীতিবান সাংবাদিক। সৎ ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে তিনি দেশ ও জাতির জন্য অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। অন্যায়ের বিরুদ্ধে তার কলম ছিল প্রতিবাদী; কখনো আপস করেননি তিনি।
প্রেসক্লাব নেতারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
গত ২২ আগস্ট দুপুর দেড়টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলমগীর মহিউদ্দিন ইন্তেকাল করেন।