সুনামগঞ্জ-সিলেট সড়ক ২ ঘণ্টা ব্লকেড

‘সুনামগঞ্জের জমিয়ত নেতার খুনিদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের দাবি’

কেন্দ্রীয় জমিয়ত নেতা ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতির মৃত্যুর রহস্য উদঘাটন ও খুনিদের শনাক্ত করে বিচারের দাবি জানিয়ে সুনামগঞ্জ-সিলেট সড়ক ব্লকেড করেছে শিক্ষক, শিক্ষার্থী ও গ্রামবাসী।

তৌহিদ চৌধুরী প্রদীপ, সুনামগঞ্জ

Location :

Sunamganj
সুনামগঞ্জ-সিলেট সড়ক ২ ঘণ্টা ব্লকেড
সুনামগঞ্জ-সিলেট সড়ক ২ ঘণ্টা ব্লকেড |নয়া দিগন্ত

কেন্দ্রীয় জমিয়ত নেতা ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী (৫২) মৃত্যুর রহস্য উদঘাটন ও খুনিদের শনাক্ত করে বিচারের দাবি জানিয়ে সুনামগঞ্জ-সিলেট সড়ক ব্লকেড করেছে বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরাবিয়া মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও গ্রামবাসী। তাদের কর্মসূচির সাথে সংহতি জানিয়ে সদর ও শান্তিগঞ্জ উপজেলার শত শত মানুষ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারা রাস্তার দুপাশে বাঁশের বেড়া দিয়ে বেড়িকেড করে রাখেন। মোস্তাক গাজিনগরী কবরে, খুনি কেন বাহিরে? এক দফা এক দাবি, খুনিদের ফাঁসি দাবি, এমন স্লোগানে সড়কের দুইপাশ বিক্ষুব্ধ জনতা মিছিল দিতে থাকে।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ ব্লকেড কর্মসূচি চলে। দুই ঘণ্টা ব্যাপী ব্লকেডের কারণে সুনামগঞ্জ-সিলেট সড়কে শত শত যান আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

জেলা জমিয়তের সাধারণ সম্পাদক ও শান্তিগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী বলেন, ‘আমাদের সন্দেহ হচ্ছে, মোস্তাক গাজিনগরীকে গুম করার পর হত্যা করে নদীতে ফেলা হয়। ঘটনার কয়েক দিনেও প্রশাসন-আইনশৃঙ্খলা বাহিনী খুনিদের আজো চিহ্নিত করতে পারছেন না। প্রশাসন আশ্বাস দেয় কিন্তু খুনিদের চিহ্নিত করে ধরতে পারছে না পুলিশ। আগামিতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো আমরা।

পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, ‘আমরা মোস্তাক গাজিনগরীর লাশ পাওয়ার পর খুনিদের ধরতে ২৪ ঘণ্টা আল্টিমেটাম দিয়েছিলাম। কিন্তু পুলিশ খুনিদের গ্রেফতার করতে পারেনি। এ দেশে একজন আলেমও নিরাপদ নয়।‘

উল্লেখ্য, গত মঙ্গলবার শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজিনগর থেকে সুনামগঞ্জ শহরে গিয়ে বাড়িতে ফেরার পথে রাত ১১টার দিকে দিরাই রাস্তার পয়েন্ট থেকে নিখোঁজ হন মুশতাক গাজীনগরী। নিখোঁজের ৫৭ ঘণ্টা পর গত শুক্রবার সকালে তার লাশ দিরাই উপজেলার শরীফপুর গ্রামের ইটবাট্রার পাশে সুরমা নদীতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পান স্থানীয়রা। ফেসবুকে এ খবর ছড়িয়ে পড়লে জেলার সকল উপজেলায় খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন চলছে।