খুলনায় ৫ দফা দাবিতে জামায়াত ও ইসলামী আন্দোলনের পৃথক সমাবেশ

এ জুলাই সনদকে আমরা কোনো কাগজের সনদ হিসেবে দেখতে চাই না। জুলাই সনদকে আমরা আগামীর বাংলাদেশের রূপরেখা হিসেবে দেখতে চাই।

এরশাদ আলী, খুলনা ব্যুরো

Location :

Khulna
৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ
৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ |নয়া দিগন্ত

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন, আগামী জাতীয় নির্বাচনে উভয়কক্ষে পিআর পদ্ধতি চালু, আওয়ামী লীগ সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা ও জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খুলনা মহানগরী জামায়াত। এদিকে একই দাবিতে নগরীর হাদিস পার্কে সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে নগরীর দৌলতপুর নতুন রাস্তা মোড়ে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ ও মিছিল করে জামায়াতের নেতাকর্মীরা।

জামায়াতের খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা দেন মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুহাম্মদ শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, আজিজুল ইসলাম ফারাজী, খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গাউসুল আযম হাদী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা অঞ্চল টিম সদস্য খান গোলাম রসুল, খুলনা মহানগরী ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন ও সেক্রেটারি রাকিব হাসান।

সমাবেশে মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, ‘একটি দল জুলাই সনদ বাস্তবায়ন ঠেকিয়ে দিয়ে বাংলাদেশে আবারো ফ্যাসিবাদ কায়েম করতে চাচ্ছে। পরিষ্কার ঘোষণা করছি, রক্ত দিয়ে যে ফ্যাসিবাদ বিদায় করেছি; প্রয়োজনে আবার রক্তের সাগর প্রবাহিত হবে তবু বাংলার মাটিতে ফ্যাসিবাদ ফিরে আসবে না। জুলাই বিপ্লবের সহস্রাধিক প্রাণের বিনিময়ে এবং রাজনৈতিক দলগুলোর ঐক্যের মধ্য দিয়ে জুলাই সনদ তৈরি হয়েছে। এ জুলাই সনদকে আমরা কোনো কাগজের সনদ হিসেবে দেখতে চাই না। জুলাই সনদকে আমরা আগামীর বাংলাদেশের রূপরেখা হিসেবে দেখতে চাই।’

পরে একটি বিক্ষোভ মিছিল যশোর-খুলনা মহাসড়ক হয়ে দৌলতপুর মোড়ে গিয়ে শেষ হয়।

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা জেলা সভাপতি মাওলানা আবদুল্লাহ ইমরান। সমাবেশ শেষে মিছিল বের করে দলটির নেতাকর্মীরা।