বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দ্বারাই হিন্দু সমাজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধর্ম যার যার বাংলাদেশ সবার। এ দেশে হিন্দু, মুসলিম, খ্রীষ্টান সকল মানুষ মিলে মিশে বসবাস করে।
শনিবার ভববান শ্রীকৃষ্ণের জন্ম দিন উপলক্ষে নাটোরের নলডাঙ্গা উপজেলার ভূষণগাছায় ৩২ প্রহরব্যাপী মহানাম যজ্ঞনুষ্ঠান ও অষ্টকালীন লীলাকীর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
দুলু বলেন, দেশের জনগণ যাকে পছন্দ করে তাকে ভোট দিবে। জনগণ আমাকে পছন্দ করলে আমাকে ভোট দিবে, আর পছন্দ না করলে তাদের পছন্দের অন্য কোনো প্রার্থীকে ভোট দিবেন। তবুও ভোট পেছানোর কোনো ষড়যন্ত্র মেনে নেয়া হবে না।
তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন দিতে হবে। কারণ নির্বাচন যত ঘনিয়ে আসছে দেশে-বিদেশে এই নির্বাচন না হওয়ার জন্য ততই ষড়যন্ত্র শুরু হয়েছে।
ভূষন গাছা শ্রী শ্রী সার্বজনীন কালীমাতা মন্দিরের সভাপতি বাচ্চু কুমার প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য সাখাওয়াত হোসেন ও নাসিম উদ্দীন নাসিম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুল, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ শফিকুল ইসলাম, মন্দির কমিটির সাধারণ সম্পাদক সত্যেন কুমার দাসসহ প্রমুখ।