জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শুধুমাত্র আসনভিত্তিক রাজনীতির জন্য কোনো রাজনৈতিক দলের সাথে জোটে যাবে না বলে মন্তব্য করেছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি বলেন, ‘যদি কেউ পরিবর্তনের জন্য কার্যকর কমিটমেন্ট দিতে পারে এবং তা কাজে প্রমাণ করতে সক্ষম হয়, তাহলে সময় ও দেশের প্রয়োজন বিবেচনায় এনসিপি ইলেক্টোরাল এলায়েন্সে যেতে পারে। তবে শুধুমাত্র কথার ফুলঝুড়ি হলে এনসিপি এককভাবেই নির্বাচনে অংশ নেবে।’
সোমবার (১৩ অক্টোবর) রাতে শেরপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা ও উপজেলা নেতৃবৃন্দের সাথে দলের সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘আমরা এখনো কোথাও নিশ্চিত করিনি যে বিএনপির সাথেই জোট করছি। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা চলছে। যে দল অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে, সংস্কার ও বিচারিক প্রক্রিয়া অব্যাহত রাখতে চায়, ভারতীয় আধিপত্যবাদসহ যেকোনো আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেয় এবং কেবল আসন নয়, দেশের পরিবর্তনের জন্য কাজ করতে চায়- এমন দলের সাথেই আমাদের মিল হতে পারে।’
সারজিস আলম বলেন, ‘আমাদের বিশ্বাস, বিএনপি বা জামায়াত এককভাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারবে না। সেই জায়গায় এনসিপির প্রয়োজনীয়তা রয়েছে।’
শাপলা প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, ‘শাপলা প্রতীক পেতে এনসিপির কোনো আইনগত বাধা আছে- এমনটি কেউ দেখাতে পারেনি। তাই আমরা শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেব। এর কোনো বিকল্প নেই।’
পিআর পদ্ধতি নিয়ে দলের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ‘আমরা উচ্চকক্ষে পিআর পদ্ধতি চাই, নিম্নকক্ষে নয়। বাংলাদেশের বাস্তবতায় উচ্চকক্ষে এ পদ্ধতির প্রয়োগ কতটা কার্যকর হয়, তা পর্যবেক্ষণ করেই ভবিষ্যৎ সিদ্ধান্ত নেয়া হবে।’
সভায় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন এনসিপির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম, শেরপুর জেলার প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মো: লিখন মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।