দেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও শায়খুল হাদীস হযরত মাওলানা মামুনুল হক বলেছেন, ‘দেশের চলমান ক্রান্তিকাল অতিক্রম করতে স্বাধীনতা সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষায় দেশ ও ইসলাম প্রেমিক শক্তির সুদৃঢ় ঐক্য প্রয়োজন।’
শনিবার রাত ১১টার দিকে সিলেট সরকারি আলীয়া মাদরাসা মাঠে খাদিমুল কুরআন পরিষদের তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মহাসম্মেলনের সমাপনী দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা মামুনুল হক বলেন, ‘সারা বিশ্বে মুসলমানরা নিপীড়িত, চরম বঞ্চনার শিকার। খেলাফত ব্যবস্থা পরিহার, অনৈক্য ও সত্যিকার জিহাদ বিমুখ-এই তিনটি কারণে মূলত এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খেলাফত ব্যবস্থা শুধু মুসলমানদের জন্য নয়, দুনিয়ার সকল মানুষের শান্তি ও নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করে। খেলাফত প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।’
তিনি দীর্ঘ সময় ধরে মুসলমানদের দুরাবস্থা এবং বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।
খাদিমুল কুরআন পরিষদের প্রচার সম্পাদক মাওলানা নেয়ামাতুল্লাহ খাসদবির ও সহ-সাধারণ সম্পাদক মুফতী রশিদ আহমদের পরিচালনায় সিলেট আলীয়া মাদরাসা মাঠে ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত সম্মেলনের সমাপনী দিনে বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন শায়েখ মাওলানা জিয়া উদ্দীন, খাদিমুল কুরআন পরিষদ সিলেটের সভাপতি মাওলানা মাশুক উদ্দিন, প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ, মাওলানা মুহিউল ইসলাম বুরহান, মাওলানা হাফিজ মাহমুদ হোসাইন, মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী, মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, বরুনার পীর সাহেব মুফতী রশিদুর রহমান ফারুক, মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, মাওলানা মাহবুবুল হক ঢাকা, মাওলানা আরিফ জব্বার কাসিমী, মাওলানা রফিকুল ইসলাম হরষপুরী।
মাহফিলে ৬ দফা প্রস্তাবনা পেশ করেন পরিষদের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আসজাদ আহমদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেটের ডিসি মো: সারোয়ার আলম, সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী,
মাওলানা আবুল খায়ের বিথংগলী, পরিষদের জয়েন্ট সেক্রেটারি মাওলানা শাহ মমশাদ আহমদ প্রমুখ।
শনিবার তিন দিনের সম্মেলনের সমাপনী দিনে হাজারো ধর্মপ্রাণ জনতার ঢল নামে। সন্ধ্যার পর পরই লোকে লোকারণ্য হয়ে যায় আলিয়া মাদরাসা মাঠ। রাত ১টার দিকে সম্মেলন মোনাজাতের মধ্যে সমাপ্ত হয়।
মহাসম্মেলনে কয়েকটি প্রস্তাব গৃহীত হয়। এগুলের মধ্যে রয়েছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব স্থিতিশীলতা রক্ষা, সাম্রাজ্যবাদী ও অধিপত্যবাদী ষড়যন্ত্র রোধে ইসলাম ও দেশের স্বার্থে দেশ ও ঈমান প্রেমিক শক্তির সুদৃঢ় ঐক্য গড়ে তোলা।
আমাদের প্রিয়নবী মুহাম্মদ রাসুলুল্লাহ (সা:) সর্বশেষ নবী, যারা তাকে শেষ নবী মানে না ওরা কাফের, কাদিয়ানী সম্প্রদায় রাসুলুল্লাহ সা: কে শেষ নবী অস্বীকার করে। অবিলম্বে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে।
কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে ঢাকায় ১৫ নভেম্বর অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওত সম্মেলন সফল করতে হবে।
কট্টর হিন্দুদের সংগঠন ইসকন, এটা কোন ধর্মীয় সংগঠন নয়, একটা সন্ত্রাসী সংগঠন, পৃথিবীর বিভিন্ন দেশে ইসকন নিষিদ্ধ, বাংলাদেশেও এর কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
হযরত শাহজালাল (রহ) সহ ৩৬০ আউলিয়ার নিকট সিলেটবাসী ঋণী,তাদের কারণেই আমরা মুসলমান হয়েছি, পরিতাপের বিষয়, যুগ যুগ ধরে শাহজালাল (রহ) ও শাহপরান মাজার কেন্দ্রীক শিরকী ও অশ্লীলতা কার্যকলাপ চলছিল, উলামায়ে কেরাম, প্রশাসন, মাজার কমিটিসহ সিলেটবাসীর প্রচেষ্টায় এখন মাজারের পবিত্রতা ফিরে এসেছে,এজন্য সংশ্লিষ্টদের মুবারকবাদ জানানো হয় এবং এধারা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
ফিলিস্তিনের মুসলমানদের উপর ইয়াহুদী নিপীড়ন সাময়িক বন্ধ হলেও এখনো লক্ষ লক্ষ ফিলিস্তিনি মুসলমান মানবেতর জীবনযাপন করছেন, তাদের পুনর্বাসনের জোর দাবি জানানো হয়।
সুদানের মুসলমানদের উপর গণহত্যা চলছে, তা বন্ধে বিশ্ব বিবেকের দৃষ্টি আকর্ষণ করা হয়।



