জামালপুরে ১৪৩৪ বোতল ফেনসিডিল ও ২৪ বোতল মদসহ ৩ ট্রাক জব্দ, আটক ৩

এ সময় বিপুল পরিমাণ মাদক ও মাদকবহনে ব্যবহৃত তিনটি ট্রাক জব্দ করা হয়।

জামালপুর প্রতিনিধি

Location :

Jamalpur Sadar
জামালপুরে পুলিশের জব্দ করা বিপুল পরিমাণ ফেনসিডিল।
জামালপুরে পুলিশের জব্দ করা বিপুল পরিমাণ ফেনসিডিল। |ছবি : নয়া দিগন্ত

জামালপুর পৌর শহরের মনিরামপুর (ছোটগড়) এলাকায় তিনটি ট্রাক থেকে ১ হাজার ৪৩৪ বোতল ভারতীয় ফেনসিডিল ও ২৪ বোতল মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জামালপুর সদর থানা পুলিশ।

বৃহস্প্রতিবার (২০ মার্চ) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার মনিরামপুরে (ছোটগড়) রাস্তার পাশে পারকিং করা তিনটি ট্রাকে অভিযান চালায় পুলিশ। এ সময় বিপুল পরিমাণ মাদক ও মাদকবহনে ব্যবহৃত তিনটি ট্রাক জব্দ করা হয়। গ্রেফতার করা হয় তিন মাদক কারবারিকে।

গ্রেফতাররা হলেন মেলান্দহ উপজেলার চর পাকেরদহ ইউনিয়নের চর বাগবাড়ী গ্রামের মরহুম ওমর আলী মণ্ডলের ছেলে মো: আবদুল মালেক খোকন (৪৭), ভাবকী গ্রামের আবদুল খালেকের ছেলে মো: আজিজুর রহমান বাবু (২৪) ও পাটুনিপাড়া গ্রামের মো: সোহরাবের ছেলে মো: হাফিজুর রহমানকে (৪০) গ্রেফতার করা হয়। আটকরা ট্রাকের চালক বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে জামালপুর জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার। তিনি এই তথ্য নিশ্চিত করে বলেন মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় তৎপর রয়েছে জামালপুর জেলা পুলিশ। পুলিশ জানায়, গ্রেফতার আসামিদের মধ্যে মো: খোকনের (৪৭) বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা রয়েছে। এ ঘটনায় জামালপুর সদর থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।