চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ঐক্যবদ্ধ ইসলামী শক্তির বাংলাদেশ।
রোববার (১৩ জুলাই) চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে ওলামা মাশায়েখ সম্মেলনে সভাপতিত্ব করেন বাঁশখালীর চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম মাদরাসার পরিচালক আল্লামা শাহ আবদুল জলিল।
মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, ‘যারা ৫৩ বছর ধরে দেশ শাসন করেছে, তারা কি ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে দেশ শাসন করেছে? তাদের পরিচয় আমরা কি পেলাম? তাদের কাছ থেকে আমরা পেয়েছি ৫৩ বছর ধরে হাজার হাজার মা-বাবা, ছেলে হারানো, স্ত্রী-স্বামী, ছেলে-মেয়ে, বাবা হারানোর আর্তনাদ। আর দেখেছি, দেশ থেকে কোটি কোটি টাকা বিদেশ পাচারের ইতিহাস। দেশের জনগণের আর ধৈর্য নেই।’
তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে ঐক্যবদ্ধ ইসলামী শক্তির, ইনশা-আল্লাহ। আমরা ইসলাম, দেশ ও মানবতার পক্ষের শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে দেশ গড়ার কাজ করতে চাই। এ সময় তিনি সকল আলেম-ওলামা মাশায়েখদের এক কাতারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আলেম-ওলামাদের বাদ দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা ভুলে যেতে হবে।’
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা ওবাইদুল্লাহ হামযাহ, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারি জেনারেল মুফতী রেজাউল করীম আবরার।
এছাড়া বাঁশখালী জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ইসমাঈল, সাধারণ সম্পাদক মাওলানা আরিফ উল্লাহ, হালিশহর জামিয়া বাইতুল করিমের মোহতামিম হাফেজ ফরিদ আহমদ আনসারী, বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসাবিন ইজাহার, ইসলামি আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি মো: জান্নাতুল ইসলাম, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি ড. শোয়াইব রশিদ মাক্কী, বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি মাওলানা শফকত হোসাইন চাটগামী, বাঁশখালীর মাওলানা ফুজাইল বিন আবদুল জলিল, মাওলানা মাহমুদুল ইসলাম, মাওলানা হাফেজ ফরিদ আহমদ আনসারী, শোয়াইব রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।