পটিয়ায় বিদেশী পিস্তলসহ গ্রেফতার ২

মঙ্গলবার দুপুরে পটিয়া পৌরসভার ডাকবাংলা-হাইদগাঁও সড়কের হোটেল নূরজাহানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

এস এম রহমান, পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম)

Location :

Chattogram
বিদেশী পিস্তলসহ গ্রেফতার ২
বিদেশী পিস্তলসহ গ্রেফতার ২ |নয়া দিগন্ত

চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পটিয়া থানা পুলিশের যৌথ অভিযানে বিদেশী পিস্তলসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে পটিয়া পৌরসভার ডাকবাংলা-হাইদগাঁও সড়কের হোটেল নূরজাহানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- চট্টগ্রাম মহানগরীর এনায়েত বাজার বাটালি রোড বরফ গলির আবু সৈয়দের ছেলে সাইদুল ইসলাম ফয়সাল (২৫) ও নোয়াখালী কোম্পানীগঞ্জ মুছাপুর এলাকার মরহুম ওজিউল্লাহর ছেলে মো: সালাউদ্দিন (৩৬)।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে সাইদুল ইসলাম ফয়সাল চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম। অভিযানকালে একটি মোটরসাইকেলে সন্দেহজনকভাবে চলাচলরত দুই ব্যক্তিকে তল্লাশি করলে তাদের কাছ থেকে একটি যুক্তরাষ্ট্রের তৈরি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা স্বীকার করেছে, তারা অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশে অস্ত্রটি বহন করছিল।

তাদের গ্রেফতারের বিষয় নিশ্চিত করে পটিয়া থানার পুলিশ পরিদর্শক মো: নুরুজ্জামান বলেন, এ ব্যাপারে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে পটিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।