আড়াইহাজারে জামায়াতের গণসংযোগে সন্ত্রাসী হামলা, বিচারের দাবিতে সমাবেশ

সমাবেশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে আল্টিমেটাম দেয়া হয়। প্রয়োজনে আরো কঠিন কর্মসূচী দেয়া হবে।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Narayanganj
আড়াইহাজারে জামায়াতের গণসংযোগে সন্ত্রাসী হামলা, বিচারের দাবিতে সমাবেশ
আড়াইহাজারে জামায়াতের গণসংযোগে সন্ত্রাসী হামলা, বিচারের দাবিতে সমাবেশ |নয়া দিগন্ত

আড়াইহাজারে জামায়াতের গণসংযোগে সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

সোমবার (১৬ জুন) বিকেলে উপজেলা মডেল মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে থানার সামনে এসে সমাবেশের করে। এতে সভাপতিত্ব করেন জামায়াত দক্ষিণের আমির মাওলানা হাদিউল ইসলাম।

প্রধান অতিথি ছিলেন- জেলা জামায়াতের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান।

আরো বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ইলিয়াছ মোল্লা, উত্তরের আমির মাওলানা মনিরুল ইসলাম, জামায়াত নেতা তৌফিকুর রহমান ও সাইফুল ইসলাম প্রমুখ।

সমাবেশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে আল্টিমেটাম দেয়া হয়। প্রয়োজনে আরো কঠিন কর্মসূচী দেয়া হবে।

উল্লেখ্য, গত শনিবার আড়াইহাজার উপজেলার মাহমুদুর ইউনিয়নের গহরদী বাদশার বাড়ী এলাকায় জামায়াতের গণসংযোগ ও পথ সভায় হামলা করে বিএনপির নামধারী একদল সন্ত্রসী।