সালথায় মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ব্যাটারিচালিত ভ্যানে করে গোপালগঞ্জের মকসুদপুরে মাছ কিনতে যাচ্ছিলেন তিনি। এ সময় তাকে বহন করা ভ্যানচালক ফিরোজ মোল্লাকে গামছা দিয়ে চোখ বেঁধে ব্রিজের রেলিং -এর সাথে বেঁধে রাখেন দুর্বৃত্তরা।

কাজী আফতাব হোসেন, নগরকান্দা (ফরিদপুর)

Location :

Faridpur
সালথা থানা।
সালথা থানা। |নয়া দিগন্ত

ফরিদপুরের সালথায় মাছ ব্যবসায়ী উৎপল সরকারকে (২৬) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে উপজেলার আটঘর ইউনিয়নের গৌরদিয়া গ্রামের কালীতলা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত উৎপল ফরিদপুরের সদর উপজেলার কখনাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের অজয় কুমার সরকারের ছেলে।

স্থানীয় ও পুলিশ জানায়, ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গৌরদিয়া গ্রামের কালীতলা ব্রিজ সংলগ্ন এলাকায় আজ ভোরে মাছ কিনতে যাওয়ার সময় মাছ ব্যবসায়ী উৎপল সরকারকে অজ্ঞাতনামা তিন থেকে চারজন দুর্বৃত্ত কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান।‌ উৎপল ব্যাটারিচালিত ভ্যানে করে গোপালগঞ্জের মকসুদপুরে মাছ কিনতে যাচ্ছিলেন। এ সময় তাকে বহন করা ভ্যানচালক ফিরোজ মোল্লাকে গামছা দিয়ে চোখ বেঁধে ব্রিজের রেলিং -এর সাথে বেঁধে রাখেন। উৎপলের সাথে থাকা টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যান দুর্বৃত্তরা।

এদিকে সংবাদ পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মারুফ হাসান রাসেল বলেন, ‘আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এখনো পরিবারের তরফ থেকে অভিযোগ পাইনি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’