ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) ও দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) নির্বাচনী এলাকায় ব্যাপক আন্দোলন ও প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত রেখেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। দুই আসনের বিভিন্ন এলাকায় প্রতিদিনই কোনো না কোনো কর্মসূচি পালন করছেন তারা।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে দিনাজপুর-৫ আসনের পার্বতীপুর কেন্দ্রীয় বাসটার্মিনালে এ প্রতিবাদ সভার আয়োজন করে পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপিসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠন।
অন্যদিকে দিনাজপুর-২ আসনের ঢেরাপাটিয়া বাজার এলাকায় মশাল মিছিলসহ বিরল উপজেলার বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে স্থানীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য, দিনাজপুর-২ আসনের প্রার্থী পরিবর্তনের দাবিতে চলা ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচির মধ্যেই গত ৪ ডিসেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোপূর্বে স্থগিত রাখা আসনগুলোর মধ্যে ৩৬ আসনে নতুন করে দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন। এরপর থেকে দিনাজপুর-৫ আসনেও প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়।
পার্বতীপুরের প্রতিবাদ সভায় পার্বতীপুর-ফুলবাড়ী আসনের সাবেক এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম রেজওয়ানুল হক বলেন, ‘এ আসনে যাকে প্রাথমিকভাবে মনোনয়ন দেয়া হয়েছে তিনি দলের দুঃসময়ে ছিলেন না। তিনি তো ইউনিয়ন পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকেও চেনেন না। ৫ আগস্টের পর এলাকায় এসেই মনোনয়ন পেয়ে গেছেন। একটা সময় বিএনপির লোক খুঁজে পাওয়া যেত না। হাতে গোনা ছিল কয়েকজন নিয়ে আমি ৩০ বছর ধরে তিল তিল করে আজকের এ বিএনপি গড়েছি। কাজেই হঠাৎ উদয় হওয়া কাউকে মনোনয়ন দেয়ার বিষয়টি স্থানীয় বিএনপি মানবে না।’
প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক, সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দীন আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোখলেছুর রহমান, দফতর সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান প্রমুখ।
সভায় উপজেলার ১০ ইউনিয়ন ও পৌর সভার ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের মনোনয়ন বাতিলের দাবিতে প্রথম থেকেই আন্দোলন করে আসছে বিরল উপজেলার দলীয় নেতাকর্মীসহ মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকরা। ধারাবাহিকভাবে সড়ক অবরোধ, বিক্ষোভ, মশাল মিছিল ও সমাবেশের মাধ্যমে বিএনপির নীতিনির্ধারকদের আল্টিমেটাম দিচ্ছেন তারা।
এরই ধারাবাহিকতায় শনিবার রাতে দিনাজপুর-২ আসনে বিরল উপজেলার ঢেরাপাটিয়া বাজার এলাকায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা মশাল মিছিল করে বিক্ষোভ প্রদর্শন করে। এছাড়া উপজেলার বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এ সময় তিন মনোনয়নপ্রত্যাশী আ ন ম বজলুর রশিদ কালু, মোজাহার হোসেন ও শিক্ষক নেতা মঞ্জুরুল আলম মঞ্জুর সমর্থকসহ বিএনপি নেতাকর্মীরা সাদিক রিয়াজ চৌধুরী পিনাককে আওয়ামী লীগের পুনর্বাসনকারী দাবি করে তার মনোনয়ন বাতিল করে যেকোনো ত্যাগী নেতাকে মনোনয়ন দেয়ার দাবি জানান।’
সমাবেশে বিক্ষোভকারীরা ‘হটাও পিনাক চৌধুরী, বাঁচাও ধানের শীষ’, ‘অনুপ্রবেশকারী হাইব্রিড নেতা তাড়াও, বিএনপিকে বাঁচাও’, ‘আওয়ামী লীগের দালাল, পিনাক চৌধুরীর মনোনয়ন বাতিল চাই’, ‘বিএনপিকে বাঁচাতে আর কোনো বিকল্প নাই’ ইত্যাদি স্লোগান দেন। সেইসাথে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশের মাধ্যমে জানানো হয়, পিনাকের মনোনয়ন বাতিল করা না হলে নির্বাচনে বিএনপির ভরাডুবি ঘটবে। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা জানান, পিনাক চৌধুরীকে ঠেকাতে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
এর আগে সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের মনোনয়ন বাতিলের দাবিতে কাফন মিছিল ও প্রতীকী ফাঁসির মঞ্চ তৈরি করে আন্দোলন করেছে বিএনপির নেতাকর্মীরা।


