চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পারিবারিক কলহের জেরে কুকসুমা আক্তার (৪০) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আবদুল আজিজের (৪৫) বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।
বুধবার (৩০ জুলাই) ভোর রাত ৪টার দিকে উপজেলার খোয়াজনগর ৪ নম্বর ওয়ার্ডের চরপাথর ঘাটা এলাকার আবসারের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত কুলসুমা বান্দরবানের আলীকদম উপজেলার মো: রফিকের মেয়ে। তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।
স্থানীয়রা জানায়, দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হতো। মঙ্গলবার রাতেও তুমুল বাকবিতণ্ডা হয়। ভোর রাতে আবদুল আজিজ তার স্ত্রীকে বেধড়ক মারধর করেন এবং মাথায় পাথর দিয়ে আঘাত করেন। এতে কুলসুমা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে আবদুল আজিজ পালিয়ে যান। স্থানীয়রা গুরুতর আহত কুলসুমাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের লাশ বর্তমানে চমেক হাসপাতাল রয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।