একাধিক হত্যা মামলার পলাতক আসামি, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহিরের বিবৃতি প্রকাশ করায় স্থানীয় দৈনিক ‘হবিগঞ্জের মুখ’ পত্রিকার ডিক্লারেশন বাতিল করেছে জেলা প্রশাসন।
শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবু হাসনাত আরেফীন বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, গত ১৫ ডিসেম্বর দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার প্রথম পাতায় পলাতক আওয়ামী লীগ নেতা আবু জাহিরের একটি বিবৃতি প্রকাশ করা হয়।
ওই বিবৃতিতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এবং তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানান। বিবৃতিটি প্রকাশের পর জেলাজুড়ে ব্যাপক সমালোচনা ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
ঘটনার পরপরই জেলা প্রশাসন পত্রিকা কর্তৃপক্ষকে তিন দিনের মধ্যে ব্যাখ্যা ও কারণ দর্শানোর নোটিশ প্রদান করে।
তবে প্রকাশিত বিবৃতিটি জুলাই আন্দোলনের পরিপন্থী হওয়ায়, নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এবং পুলিশি তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় পত্রিকার ডিক্লারেশন বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আবু হাসনাত আরেফীন বলেন, ‘একাধিক হত্যা মামলার পলাতক আসামির বিবৃতি প্রকাশ করা জুলাই আন্দোলনের চেতনার পরিপন্থী। পাশাপাশি পত্রিকা সংশ্লিষ্টদের দেয়া ব্যাখ্যা গ্রহণযোগ্য না হওয়ায় এবং তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় হবিগঞ্জের মুখ পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়েছে।’



