২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে জামালপুর জেলার দু’টি কলেজ ও একিট আলিয়া মাদরাসা থেকে কেউ পাস করতে পারেনি। এ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষকসহ অভিভাবকরা।
জানা যায়, জেলার ইসলামপুর উপজেলার মালমারা আলিয়া মাদরাসা থেকে ১৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই ফেল করে। এছাড়া মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের সগুনা এলাকার এসএম শিখা মোখলেছুর রহমান কলেজ থেকে বিজনেস স্টাডিজ শাখায় চারজন এবং মানবিক শাখায় ছয়জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। কিন্তু কেউই পাস করতে পারেনি।
অন্যদিকে বকশিগঞ্জ উপজেলার চন্দ্রবাজার রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক বিভাগের ছয়জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হতে পারেনি।