শরণখোলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মৃত আব্দুল্লাহ ওই গ্রামের মো: কিবরিয়া হাওলাদারের ছেলে।

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা

Location :

Bagerhat
পুকুরের পানিতে ডুবে মো: আব্দুল্লাহ মারা গেছে
পুকুরের পানিতে ডুবে মো: আব্দুল্লাহ মারা গেছে |ফাইল ছবি

বাগেরহাটের শরণখোলায় পুকুরের পানিতে ডুবে মো: আব্দুল্লাহ (২) নামে একটি শিশু মারা গেছে।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার মালিয়া রাজাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত আব্দুল্লাহ ওই গ্রামের মো: কিবরিয়া হাওলাদারের ছেলে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে শিশু আব্দুল্লাহ বাড়ির উঠানে খেলতে খেলতে সবার অলক্ষ্যে পুকুরের পানিতে ডুবে যায়। শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: আশফাক হোসেন বলেন, ‘শিশুটিকে হাসপাতালে আনার আগেই সে মারা গেছে।’

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো: শহীদুল্লাহ বলেন, ‘পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।’