মুন্সীগঞ্জ-৩ আসনে জামায়াতের প্রতিনিধি সম্মেলন

শুক্রবার সকালে শহরের মিরকাদিম সানাই কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
জামায়াতের প্রতিনিধি সম্মেলন
জামায়াতের প্রতিনিধি সম্মেলন |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিপুলসংখ্যক নেতাকর্মী ও কেন্দ্র প্রতিনিধি অংশ নেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৮টার দিকে শহরের মিরকাদিম সানাই কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা নির্বাচন কমিটির সভাপতি মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমির আ জ ম রুহুল কুদ্দুস।

বিশেষ অতিথি ছিলেন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ঢাকা মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক প্রফেসর মো: আবু ইউসুফ, জেলা কর্মপরিষদ সদস্য মো: আক্তার হোসেন, নির্বাচন পরিচালক ও জেলা কর্মপরিষদ সদস্য মো: আরশাদ আলী ঢালী, জেলা কর্মপরিষদ সদস্য মো: শাহজাহান সরকার, মো: সুরুজ মাস্টার, ডা: মো: ইব্রাহিম খলিল, সদর উপজেলা আমির মো, নুরুল আমিন সিকদার, পৌর আমির মাওলানা এইচ এম বায়েজীদ, গজারিয়া উপজেলা আমির মাওলানা মুহাম্মদ নূরুল আলম ও মিরকাদিম পৌর আমির মাওলানা মুহাম্মদ গোলাম জিলানী।

সম্মেলনে জামায়াত মনোনীত প্রার্থী প্রফেসর আবু ইউসুফ বলেন, ‘জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে কেউ চাঁদাবাজি করবে না, কাউকে চাঁদাবাজি করতেও দেয়া হবে না। চিকিৎসাসেবার উন্নয়নে একটি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হবে। পাশাপাশি ঢাকা-মুন্সীগঞ্জ যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন করা হবে।’

প্রধান অতিথির বক্তব্যে জেলা আমির আ জ ম রুহুল কুদ্দুস বলেন, ‘দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে—সেজন্য প্রতিটি জনশক্তিকে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।’