ঝালকাঠির কৃষকদের বাদাম চাষে আগ্রহ বাড়ছে

ঝালকাঠিতে অন্য ফসলের পাশাপাশি বাদাম চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। চলতি বছর এ জেলায় ১৫২ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে।

Location :

Jhalokati Sadar
ঝালকাঠির কৃষকদের বাদাম চাষে বাড়ছে আগ্রহ
ঝালকাঠির কৃষকদের বাদাম চাষে বাড়ছে আগ্রহ |সংগৃহীত

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে বার্ষিক ফসল উৎপাদন কর্মসূচি ২০২৪-২৫ প্রকল্পের আওতায় অন্য ফসলের পাশাপাশি বাদাম চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। চলতি বছর এ জেলায় ১৫২ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে।

জেলা কৃষি বিভাগ জানায়, এবছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং প্রাকৃতিক দূর্যোগ না হওয়ায় জেলায় বাদামের বাম্পার ফলন হয়েছে। তাই চলতি মৌসুমে শুধু জেলাতেই ১৫২ হেক্টর জমিতে বাদাম আবাদ হয়েছে। খরচ কম ও ফলন বেশি হওয়ায় আগামী বছর আরো বেশি জমিতে বাদাম চাষ হবে বলে আশা করছেন কৃষি বিভাগের কর্মকর্তারা।

জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, একই জমিতে এক ফসল বারবার চাষ করলে জমির উর্বরতা হারিয়ে ফসল উৎপাদন কমে যায়। এতে একদিকে যেমন ফসলের ফলন কমে অন্যদিকে কৃষক ক্ষতিগ্রস্ত হয়। তাই কৃষি বিভাগ থেকে কৃষকদের নতুন নতুন ফসল চাষে উৎসাহিত করা হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো: মনিরুল ইসলাম বলেন, ‘আমরা কৃষকদের এই সম্ভাবনাময় ফসলটি চাষে প্রতিনিয়ত উদ্বুদ্ধ করছি। কৃষি বিভাগ হতে বাদাম চাষে সার্বিক সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছি। আগামীতে টমেটো, সরিষা, ভুট্টার পাশাপাশি অল্প দিনের ফসল হিসেবে বাদাম চাষ ব্যাপক আকারে করার জন্য কৃষকরা প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া চরাঞ্চলের একটি প্রকল্প রয়েছে, যার মাধ্যমে আমরা প্রতিনিয়ত কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছি।’