ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তারাকান্দা উপজেলার শসার বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোটরসাইকেলচালক ও আরোহী তারাকান্দা উপজেলার পশ্চিম গোয়াতলা গ্রামের আমজাদ আলীর ছেলে শামসুল আলম তোফায়েল (৪৪) ও আবুল হাসেমের ছেলে শাহজাহান (৪২)।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: টিপু সুলতান খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, হালুয়াঘাট থেকে ইমাম পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে শসার বাজার এলাকা পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও আরোহী শামসুল আলম তোফায়েল ও শাহজাহান মারা যান।
ওসি আরো জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছ। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



