মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার ২ আসামি নেত্রকোনায় গ্রেফতার

‘রোববার ভোর সাড়ে ৪টার দিকে নেত্রকোনা পুলিশের সহায়তায় ঢাকা ডিবি পুলিশ দুর্গাাপুর চায়না মোড় থেকে সোহাগ হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করে।’

ফজলুল হক রোমান, নেত্রকোনা

Location :

Netrokona
মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার ২ আসামি নেত্রকোনায় গ্রেফতার
মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার ২ আসামি নেত্রকোনায় গ্রেফতার |নয়া দিগন্ত

রাজধানীর মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামি সজীব ব্যাপারী(২৭) ও রাজীব ব্যাপারীকে(২৬) নেত্রকোনা সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকার ডিবি পুলিশ।

রোববার (১৩ জুলাই) ভোর রাতে সুসং দুর্গাপুর পৌর এলাকার চায়না মোড় থেকে নেত্রকোনা পুলিশের সহায়তায় ওই আসামিদের গ্রেফতার করা হয়।

আসামি দুইজন আপন দুই ভাই। তাদের মধ্যে সজীব ৭ ও রাজীব ১০ নম্বর এজাহারভুক্ত আসামি। তারা বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার টুনারচর এলাকার মরহুম ইউনূস ব্যাপারীর ছেলে।

গত বুধবার (৯ জুলাই) মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ) হাসপাতালের সামনের সড়কে প্রকাশ্যে পাথর মেরে মেরে মধ্যযুগীয় কায়দায় বিবস্ত্র করে বরবরতার সাথে নৃশংসভাবে হত্যা করা হয়। শুধু তাই নয় লাশের ওপর উঠে হত্যাকারীদের উল্লাস করতে দেখে বিশ্ববাসী বিস্ময়ে স্তম্ভিত ও শিহরিত হয়ে উঠেন।

নেত্রকোনা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ আজ সন্ধ্যায় নয়া দিগন্তকে জানান, রোববার ভোর সাড়ে ৪টার দিকে নেত্রকোনা পুলিশের সহায়তায় ঢাকা ডিবি পুলিশ দুর্গাাপুর চায়না মোড় থেকে সোহাগ হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করে। ওই দুই আসামিকে ডিবি পুলিশের হেফাজতে ঢাকায় নেয়া হয়েছে।