জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে জয়পুরহাটে সাইক্লিং প্রতিযোগিতা

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্ম-সচিব) আফরোজা আক্তার চৌধুরী।

Location :

Joypurhat
জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে জয়পুরহাটে সাইক্লিং প্রতিযোগিতা
জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে জয়পুরহাটে সাইক্লিং প্রতিযোগিতা |নয়া দিগন্ত

জয়পুরহাট সংবাদদাতা

জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে জয়পুরহাটে হয়ে গেলো সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) সকাল ৭টার দিকে জেলা কালেক্টরেট চত্বর থেকে এ প্রতিযোগিতা শুরু হয়।

পরে বটতলী পাকারমাথা হয়ে ১৫ কিলোমিটার ঘুরে আবার কালেক্টরেট মাঠে এসে শেষ হয়। প্রতিযোগিতায় প্রায় দুইশতাধিক শিক্ষার্থী অংশ নেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীকে ২০ হাজার টাকাসহ ৪০ জনকে পুরস্কৃত করা হয়। এসময় প্রতিযোগিতায় অংশ নেয়া সকলকেই শান্তনা পুরস্কার দেয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্ম-সচিব) আফরোজা আক্তার চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো: জিন্নাহ আল মামুন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, সাজজাদ হোসেন, আয়শা সিদ্দিকা তাওহীদা, রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি মিনহাজুল ইসলাম মানিক প্রমুখ।

জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী জানান, জুলাই-আগস্টকে স্মরণ করা সেই সাথে জুলাইয়ের স্পিরিটকে ধারণ করা, শিক্ষার্থীদের শারীরিক বিকাশ ঘটানো ও মাদক থেকে দুরে সরে পড়াশোনার প্রতি আরো বেশি আগ্রহ করে গড়ে তোলার জন্যই এই আয়োজন।