ময়মন‌সিংহে সাংবাদিকদের সাথে বিএনপি নেতা আফজালের মতবিনিময়

‘দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে দল যাকে উপযুক্ত মনে করে মনোনয়ন দেবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার পাশে দাঁড়িয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করব।’

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
সাংবাদিকদের সাথে বিএনপির নেতা আফজালের মতবিনিময়
সাংবাদিকদের সাথে বিএনপির নেতা আফজালের মতবিনিময় |নয়া দিগন্ত

ময়মন‌সিংহে সাংবাদিকদের সাথে মতবিনিময় ক‌রে‌ছেন কেন্দ্রীয় বিএন‌পির নেতা সা‌বেক এম‌পি অ্যাড‌ভো‌কেট আফজাল এইচ খান। তি‌নি ময়মন‌সিংহ-১ (হালুয়াঘাট-‌ধোবাউড়া) আসনের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়নপ্রত্যাশী।

শুক্রবার (২২ আগস্ট) রা‌ত ৮টার দি‌কে ময়মন‌সিংহ প্রেসক্লাবে জেলায় কর্মরত বিভিন্ন সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় করেন।

এ সময় তিনি সাংবাদিকদের নিয়ে তার রাজনৈতিক জীবনের বিস্তারিত তুলে ধরার পাশাপাশি আগামীতে তার বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন। এ সময় তিনি দেশের সার্বিক পরিস্থিতি ও চলমান রাজনীতি নিয়ে আলোচনার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অ্যাড‌ভো‌কেট আফজাল এইচ খান ব‌লেন, ‘দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে দল যাকে উপযুক্ত মনে করে মনোনয়ন দেবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার পাশে দাঁড়িয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করব। আপনারা গণমাধ্যম কর্মীরাও যেন সবাইকে সমান চোখে দেখেন এটাই আমাদের প্রত্যাশা। আমি আশাবাদী যে বিএনপি উপজেলায় একজন যোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দেবে।’

এছাড়াও অ্যাড‌ভো‌কেট আফজাল এইচ খান আগামী নির্বাচনে সংসদ সদস্য পদে ময়মন‌সিংহ-১ (হালুয়াঘাট-‌ধোবাউড়া) আসন থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন চাওয়ার ইচ্ছে প্রকাশ করেন।

পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। পরে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

এ সময় ময়মন‌সিংহ প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম, সাংবা‌দিক ইউ‌নিয়ন ময়মন‌সিং‌হের সভাপ‌তি এম আইয়ুব আলীসহ জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছি‌লেন।

উল্লেখ্য, অ্যাড‌ভো‌কেট আফজাল এইচ খানের বাবা মরহুম তোফাজ্জেল হোসেন খান (টি এইচ খান) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, সাবেকমন্ত্রী ও সাবেক বিচারপতি। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান ছি‌লেন। ১৯৭৯ সালের দ্বিতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসন থেকে সাংসদ নির্বাচিত হয়ে তিনি আইন ও বিচার, তথ্য ও বেতার, শিক্ষা, ভূমি, প্রশাসন, ধর্ম, যুব ও ক্রীড়া এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

আফজাল এইচ খান জাতীয় প্রেসক্লা‌বের আজীবন সদস‌্য, সুপ্রিম কোর্টের আইনজীবী ও বেগম খা‌লেদা জিয়ার উপ‌দেষ্টা প‌রিষ‌দের সদস‌্য। তিনি ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের নিউজ এডিটর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি বিএনপির হয়ে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) থেকে ষষ্ঠ (ফেব্রুয়ারি ১৯৯৬) ও সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে (জুন ১৯৯৬) সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।