অজানা চর্মরোগ, চিকিৎসার অভাবে হারাতে বসেছে শিশু নুহামনির শৈশব

মেয়ের চিকিৎসার খরচ জোগাতে দিনমজুর বাবা যেন ছুটছেন এ দ্বার থেকে ওই দ্বার। এদিকে মেয়ের জন্য আকুতির যেন শেষ নেই মায়ের। তার সুস্থতার পথ চেয়ে বসে আছেন করুণ দৃষ্টিতে।

মো: মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা)

Location :

Bhola
অজানা চর্মরোগে আক্রান্ত শিশু নুহামনি
অজানা চর্মরোগে আক্রান্ত শিশু নুহামনি |নয়া দিগন্ত

ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ছোট্ট এক গ্রামে জন্ম ফুটফুটে নুহামনির। এক এক করে আজ তার বয়স পাঁচ। তবে জন্মের পর থেকেই লড়ে যাচ্ছে এক বিরল ও অজানা চর্মরোগের সাথে। মুখ ও হাত-পাসহ সারা শরীরে ফোসকা, ঘাঁ আর খসখসে ত্বক ছড়িয়ে আছে। প্রতিনিয়ত ব্যথা আর চুলকানিতে চরম কষ্টে দিন কাটছে নুহামনির।

এদিকে অর্থাভাবে থমকে গেছে নুহার চিকিৎসা। ফলে অন্য শিশুদের মতো খেলাধুলা আর স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত সে। মেয়ের চিকিৎসার খরচ জোগাতে দিনমজুর বাবা যেন ছুটছেন এ দ্বার থেকে ওই দ্বার। এদিকে মেয়ের জন্য আকুতির যেন শেষ নেই মায়ের। তার সুস্থতার পথ চেয়ে বসে আছেন করুণ দৃষ্টিতে। তাই সহযোগিতা চেয়েছেন সমাজের বিত্তবানদের কাছে। সহযোগিতা করতে ০১৩০৫৩৭৮৭৮০ নম্বরে যোগাযোগের কথা জানিয়েছেন বাবা আলামিন মিয়া।

কাঁদতে কাঁদতে মা শিল্পী বেগম বলেন, ‘প্রথমে ভেবেছিলাম সময় গেলে হয়তো ভালো হয়ে যাবে। কিন্তু এখন মেয়ের যন্ত্রণার দৃশ্য আর সহ্য করতে পারি না। ভালো ডাক্তার দেখানোরও সামর্থ্য নেই।’

দাদী বিনু বেগম বলেন, ‘জন্মের পর থেকে তাকে সাবান দিয়ে গোসল করাতে পারিনি। ফোসকা আর ব্যথার কারণে রাতে ঘুমাতেই পারে না নুহা। দেখে খুব কষ্ট হয়।‘

পক্ষিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: হুমায়ুন কবির বলেন, ‘আমরা বিষয়টি খোঁজখবর নিচ্ছি। সমাজসেবা অধিদফতরের মাধ্যমে মেয়েটিকে সাহায্য করার চেষ্টা চলছে। পাশাপাশি বিত্তবান মানুষদেরও এগিয়ে আসার অনুরোধ জানাই।’

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সিভিল সার্জন ডা: মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, ‘শিশুটি মারাত্মক এক চর্মরোগে আক্রান্ত। উন্নত চিকিৎসা করালে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। আমরা তাকে ঢাকার পিজি হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছি।’