পিরোজপুরে কাউখালীতে পুকুরের পানিতে ডুবে সার্থক নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৮ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কচুয়াকাটি গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে এসে এ দুর্ঘটনা ঘটে।
শিশু সার্থক একই ইউনিয়নের বাসুরী গ্রামের শুভ হালদারের একমাত্র ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আকবরের দুলাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সার্থক তার মায়ের সাথে শনিবার কুচুয়াকাটি গ্রামের তার ফুফা কমলের বাড়িতে বেড়াতে আসে। রোববার সার্থককে কোথাও খুঁজে না পাওয়ায় বাড়ির পাশে পুকুরের ভাসতে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) এবাদ আলী ও কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ঘটনার সততা নিশ্চিত করেন।