ডাসার (মাদারীপুর) সংবাদদাতা
মাদারীপুরের ডাসারে মোটরসাইকেলের ধাক্কায় রমেশ বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রমেশ বিশ্বাস উপজেলার নবগ্রাম ইউনিয়নের দক্ষিণ শশিকর গ্রামের বিশ্বাস বাড়ির পরলোকগত বিষ্ণু চরণ বিশ্বাসের ছেলে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় শশিকর হাইস্কুল মাঠে কীর্তন শেষে শশিকর বাজার সংলগ্ন স্লুইসগেটের উপর দিয়ে পায়ে হেঁটে বাড়ি যাওয়ার পথে পেছন থেকে তাকে দ্রুত গতির একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে শরীর ও মাথায় আঘাত পেয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার তার মৃত্যু হয়।
এ বিষয়ে নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার বলেন, ‘বাড়ি ফেরার পথে দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রমেশ বিশ্বাসের মৃত্যু হয়েছে।’
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তরিকুল ইসলাম বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু খবর পেয়েছি। এ বিষয়ে পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’



