কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় বদরখালী বাজারে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ নাছির উদ্দিন মো: আলমগীর প্রকাশ বাদল (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ও অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
জানা যায়, আটক নাছির উদ্দিন চকরিয়া উপজেলার উপকূলীয় বদরখালী বাজার পাড়া এলাকার রশিদ আহম্মদের ছেলে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সাহারবিল ইউনিয়নের চোয়ার ফাঁড়ি এলাকার একটি আস্তানায় একজন দুষ্কৃতকারী অস্ত্রসহ অবস্থান করছে। খবর পেয়ে এসআই (নিরস্ত্র) সুজন বড়ুয়া, এসআই মো: নাছির আহম্মদ ও এএসআই দেবু মজুমদার ফোর্স নিয়ে বিশেষ অভিযান শুরু করে।
অভিযানে জানা যায়, সেই দুষ্কৃতকারী উপকূলীয় বদরখালী ইউনিয়নের বদরখালী বাজারের আল আকসা স্টোরের ভেতরে অবস্থান করছে। পরে সেই তথ্যের সত্যতা নিশ্চিত করে ঘটনাস্থলে গিয়ে নাছির উদ্দিনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশী রাইফেল ও গুলি উদ্ধার করা হয়।
তিনি আরো জানা, আটক নাছির উদ্দিনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।



