পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ভয়াবহ দুর্ঘটনায় ২০ জেলেসহ এফবি মায়ের দোয়া নামের একটি মাছধরা ট্রলার ডুবে যায়। উত্তাল সাগরের ঢেউয়ের তাণ্ডবে শেষ বয়া থেকে প্রায় ৯০ কিলোমিটার গভীরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ভাসমান অবস্থায় ১৩ জেলেকে একটি ডিঙ্গি ট্রলার উদ্ধার করে। এর আগে সকালেই পায়রা বন্দরের প্রায় ২০ কিলোমিটার গভীর সাগর থেকে আরো একজন জেলেকে উদ্ধার করা হয়। তবে এখনো নিখোঁজ রয়েছেন ৬ জেলে।
বুধবার (২০ আগস্ট) দুপুরে পাইপ বয়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া জেলেদের মধ্যে কয়েকজন গুরুতর আহত অবস্থায় বর্তমানে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
নিখোঁজ ব্যক্তিরা হলেন- আবু তাহের (৫৫), কামাল (৩৫), রিয়াজ উদ্দিন (২২), তমিজ (১৮), সোহাগ (২০) ও শাহাবুদ্দিন (৪৫)।
উদ্ধার জেলেদের ভাষ্য মতে, গত শনিবার তারা চট্টগ্রামের বাঁশখালি থেকে ট্রলারটি নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যান। দুর্ঘটনার সময় হঠাৎ প্রবল ঢেউয়ে ট্রলারটি ডুবে যায়। পানির প্লাস্টিকের ড্রাম আঁকড়ে ধরে তারা দুই দিন ধরে ভাসতে থাকেন। পরে অন্য ট্রলার এসে তাদের উদ্ধার করে।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ডকে ইতোমধ্যেই অবহিত করা হয়েছে। সমুদ্রে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় উপকূলজুড়ে জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সাগরে অবস্থানরত অন্য ট্রলারগুলোও ইতোমধ্যে নিরাপদ আশ্রয়ের খোঁজ করছে।