রাণীনগরে অটোভ্যানের ধাক্কায় শিশু নিহত

রাস্তা পার হওয়ার সময় হঠাৎ করেই যাত্রীবোঝাই একটি অটোভ্যান দ্রুতগতিতে এসে তাকে ধাক্কা দেয়। ধাক্কায় সে ছিটকে পড়ে গেলে ভ্যানটি তার ওপর দিয়ে যায়।

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

Location :

Naogaon
নয়া দিগন্ত

নওগাঁর রাণীনগরে অটোভ্যানের ধাক্কায় সাখওয়াত নামে এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পূর্ব বালুভরা এলাকার পেট্রোল পাম্প সংলগ্ন রাণীনগর-আবাদপুকুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাখওয়াত নওগাঁ সদর উপজেলার মকরামপুর গ্রামের বাসিন্দা হাসান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সকালে নানাবাড়ির সামনে রাস্তার পাশে খেলছিল সাখওয়াত। একপর্যায়ে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ করেই যাত্রীবোঝাই একটি অটোভ্যান দ্রুতগতিতে এসে তাকে ধাক্কা দেয়। ধাক্কায় সে ছিটকে পড়ে গেলে ভ্যানটি তার ওপর দিয়ে যায়। এতে গুরুতর আহত হয় শিশুটি। পরে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা এসে শিশুটিকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনা। শিশুটির মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।