গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে দফায় দফায় হামলার পর চলমান কারফিউ ১৪ ঘণ্টার জন্য শিথিল করা হয়েছে।
আজ শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এ জেলায় জনসাধারণের চলাচলে কোনো বাধা নেই বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে, শুক্রবার দিবাগত রাতে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
প্রশাসনের ভাষ্য অনুযায়ী, নিরাপত্তার পাশাপাশি জনগণের ভোগান্তি কমাতেই কারফিউ সাময়িক শিথিল করা হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে কারফিউ নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
উল্লেখ্য, গত বুধবার এনসিপির কর্মসূচিতে হামলা চালায় কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন নিহত হওয়া খবর পাওয়া গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ওই দিনই জেলা ম্যাজিস্ট্রেট প্রথমে ১৪৪ ধারা জারি করেন। পরে সন্ধ্যা ৬টা থেকে কারফিউ জারি করা হয়। এরপর কয়েক দফায় কারফিউর সময়সীমা বাড়ানো হয়েছে। সূত্র : ইউএনবি