১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছে ফেনী ইউনিভার্সিটি। শনিবার (২৯ নভেম্বর) ক্যাম্পাস প্রাঙ্গণে বর্ণিল আয়োজনে ইউনিভার্সিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এর আগে শহরের মিজান রোডের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিজান রোড এ শেষ হয়। পরে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ফেনী ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর (ভিসি) মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরা হক।
বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাছির উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবদুর রইছ কাইজার, ট্রেজারার মোহাম্মদ এনায়েত উল্লাহ, মেহেরাজুল করিম মানিক, ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ট্রেজারার মো: সোহরাব হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সিভিল বিভাগের চেয়ারম্যান মো: আলী আকবর।
ইংরেজি বিভাগের প্রভাষক শাহরিন সুলতানা নিশি ও মো: রেজোয়ান হোসেনের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন আইন বিভাগের শিক্ষার্থী নুর হোসেন ও সানজিদা জান্নাত সাইমা, ইংরেজি বিভাগের শিক্ষার্থী রুথান মাহমুদ, সিএসই বিভাগের শিক্ষার্থী অরিন চন্দ্র পাল।
এছাড়া রেজিস্ট্রার ড. মোহাম্মদ জহিরুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ হারুন আল রশীদ, ডেপুটি রেজিস্ট্রার শাহআলম বকুল সহ কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ফেনী ইউনিভার্সিটি প্রতিষ্ঠার সময় আমরা একটি লক্ষ্যই সামনে রেখেছিলাম ফেনী ও পাশের অঞ্চলের শিক্ষার্থীদের মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করা। ১৩ বছরে এসে আমরা দেখতে পাচ্ছি সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করেছে। আমাদের সামনে আরো অনেক পথ, আরো অনেক সম্ভাবনা। বিশ্ববিদ্যালয়ের পাশে থাকার জন্য সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের ধন্যবাদ।
প্রসঙ্গত, ‘সেন্টার ফর লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট’ স্লোগান নিয়ে ২০১৩ সালের ১৫ মে ইউনিভার্সিটির অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হয়। শহরের পুলিশ লাইন সংলগ্ন ৫০ হাজার বর্গফুটের সাততলার তিনটি ভবনে বেসরকারী উদ্যোগে এটি প্রতিষ্ঠা হয়েছিল। ২০১২ সালের নভেম্বর মাসে বাংলাদেশ সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন লাভ করে। শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার মাধ্যমে ফেনী ইউনিভার্সিটি তার স্বতন্ত্র অবস্থান বজায় রাখতে সক্ষম হয়েছে। একঝাঁক তরুণ-মেধাবী শিক্ষকমন্ডলী, মেধাবী শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিরলস পরিশ্রমে সুন্দর আগামীর প্রত্যাশায় এগিয়ে চলেছে মফস্বলের এ বেসরকারি বিশ্ববিদ্যালয়।
ফেনী ইউনিভাসিটির প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের তিনটি বৈজ্ঞানিক গবেষণাপত্র এরই মধ্যে আন্তর্জাতিক কনফারেন্সে গৃহীত হয়। বর্তমানে সামাজিক বিজ্ঞান ও কলা, ইঞ্জিনিয়ারিং, বাণিজ্য বিভাগ নিয়ে ৩টি অনুষদ, ৭টি বিভাগ, গবেষনা কেন্দ্র ফেনী ইউনিভার্সিটি রিসার্চ সেল রয়েছে। শিক্ষার্থী সংখ্যা ১ হাজার ৪শ ৮১ এবং শিক্ষক সংখ্যা ৬৮ জন।
এছাড়া কর্মকর্তা-কর্মচারী রয়েছেন ১শ’ জন। এখানে ৩৬তম ব্যাচের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলছে। শহরতলীর মোহাম্মদ আলী বাজার সংলগ্ন স্থানে গড়ে তোলা হচ্ছে স্থায়ী ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়টি পরিচালনার জন্য ২১ জনের ট্রাস্টি বোর্ড রয়েছে।



