পটুয়াখালী-১ আসনের ১১ দলীয় জোট প্রার্থীর মির্জাগঞ্জে দিনব্যাপী গণসংযোগ

পটুয়াখালী-১ আসনে ১১ দলীয় জোট প্রার্থী আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক মেজর (অব:) ডা: ওহাব মিনার পটুয়াখালীর মির্জাগঞ্জে দিনব্যাপী গণসংযোগ করেছেন।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Patuakhali
পটুয়াখালী-১ আসনের ১১ দলীয় জোট প্রার্থীর দিনব্যাপী গণসংযোগ
পটুয়াখালী-১ আসনের ১১ দলীয় জোট প্রার্থীর দিনব্যাপী গণসংযোগ |নয়া দিগন্ত

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে ১১ দলীয় জোট প্রার্থী (ঈগল প্রতীক) আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক মেজর (অব:) ডা: ওহাব মিনার পটুয়াখালীর মির্জাগঞ্জে দিনব্যাপী গণসংযোগ করেছেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে হযরত ইয়ার উদ্দিন খলিফা (র:) মাজার জিয়ারত করে নেতাকর্মীদের নিয়ে সুবিদখালী বাজারসহ বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন। ভোটারদের সাথে কুশাল বিনিময় করেন ও ভোট প্রার্থনা করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আলমগীর হোসেন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) পটুয়াখালী জেলা সদস্য সচিব ও ১১দলীয় সমার্থিত প্রার্থীর নির্বাচনী এজেন্ট ইঞ্জিনিয়ার মো: কামাল হোসেন, সিনিয়র সহকারী সদস্য সচিব মাসুদুর রহমান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পটুয়াখালী জেলা যুগ্ম সমন্বয়ক মো: বশির উদ্দিন, যুগ্ম সমন্বয়ক ডা: সাইমুম, ছাত্র শিবির পটুয়াখালী জেলা এইচআরডি সম্মাদক এস এম আল ইমরান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ সিরাজুল হক,‎ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো: শাহজাহান মিয়া।

এছাড়াও জামায়াতে ইসলামীর ৬টি ইউনিয়নের আমির ও সেক্রেটারিসহ ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা তার সাথে ছিলেন।