রায়গঞ্জে ৩ দশক ধরে নৌকায় জীবন কাটাচ্ছেন বৃদ্ধ দম্পতি

বাশুড়িয়া গ্রামের বাসিন্দা আশরাফুল, ইউসুফ, ইমরান হোসেন ও মিলন শেখ জানান, ছোটবেলা থেকেই দেখে আসছি তারা নৌকার মধ্যে বসবাস করছেন। অসহায় পরিবারটি একটি ঘর পেলে অন্তত শেষ বয়সে একটু স্বস্তিতে থাকতে পারত।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

Location :

Raiganj
রায়গঞ্জে ৩ দশক ধরে নৌকায় জীবন কাটাচ্ছেন বৃদ্ধ দম্পতি
রায়গঞ্জে ৩ দশক ধরে নৌকায় জীবন কাটাচ্ছেন বৃদ্ধ দম্পতি |ছবি : নয়া দিগন্ত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের বাশুড়িয়া গ্রামের সোনাই ডাঙা বিলে টানা ৩৫ বছর ধরে একটি জরাজীর্ণ নৌকাতেই জীবন কাটছে জামাত আলী (৬৫) ও সখিনা দম্পতির। জায়গা-জমি না থাকায় রোদ, বৃষ্টি, ঝড়ে শত প্রতিকূলতার মধ্যেও ওই ছোট্ট নৌকাই তাদের একমাত্র আশ্রয়স্থল।

জানা যায়, বছরের পর বছর নৌকার ভেতরেই চলে তাদের রান্না, ঘুম আর দৈনন্দিন জীবনযাপন। দুই মেয়ের বিয়ে হলেও নিজেদের মাথাগোঁজার মতো একটি ঘরের স্বপ্ন আজও অপূর্ণ তাদের। আশ্রয়ন প্রকল্পের ঘরের জন্য বুক ভরা আশা নিয়ে বসেছিলেন তারা, কিন্ত টাকা দিতে না পারায় সেই সুযোগ থেকেও বঞ্চিত হয়েছে অসহায় পরিবারটি।

জামাত আলী জানান, ‘৫৫ বছর আগে বিয়ে করেছি। আগে অন্যের জায়গায় থাকতাম কিন্তু জায়গার মালিক চলে যেতে বললে আর কোনো উপায় ছিল না। তখন থেকেই নৌকায় আছি। মাছ ধরে যা পাই তা দিয়ে কোনোরকমে দিন চলে। কেউ যদি একটু জায়গা দিত, একটা ছোট ঘর তুলতে পারতাম, বাকি জীবনটা শান্তিতে কাটত।’

বাশুড়িয়া গ্রামের বাসিন্দা আশরাফুল, ইউসুফ, ইমরান হোসেন ও মিলন শেখ জানান, ছোটবেলা থেকেই দেখে আসছি তারা নৌকার মধ্যে বসবাস করছেন। অসহায় পরিবারটি একটি ঘর পেলে অন্তত শেষ বয়সে একটু স্বস্তিতে থাকতে পারত।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হাসান শেখ বলেন, ‘তারা আবেদন করলে উপজেলা প্রশাসনের সাথে আলোচনা করে প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করা হবে।’