পাবনার সাঁথিয়ায় দিনে দুপুরে আর-আতাইকুলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মন্তাজ আলীকে (৫১) ফিল্মি স্টাইলে গুলি করার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বনগ্রাম বাজারে এ ঘটনা ঘটে।
মন্তাজ আলী উপজেলার পদ্মবিলা গ্রামের ইন্তাজ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, মন্তাজ আলী বর্তমানে বিএনপির রাজনীতির সাথে জড়িত। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার হাতে লাগলে তিনি প্রাণে বেঁচে যান। দুর্বৃত্তরা চলন্ত মোটরসাইকেল থেকে তার ওপর গুলি চালান। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনার পর মুহুর্তে বাজার ফাঁকা হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মুন্তাজ আলী বনগ্রাম বাজারে মসজিদ গলির হাজি মেডিসিন দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় একটি মোটরসাইকেলে আসা দুই আরোহী অতর্কিত মন্তাজ আলীকে লক্ষ্য করে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি ছোড়ে। বন্দুকের গুলি তার হাতে লেগে চলে যায়। এ সময় দুর্বৃত্তরা কাশিনাথপুরের দিকে দ্রুত পালিয়ে যায়।
আহত বিএনপি নেতা মন্তাজ আলী জানান, কে বা কারা আমাকে গুলি করেছে, তাদেরকে আমি চিনতে পারিনি। তবে আমার সাথে কারো বিরোধ ছিল না। আমার বিরুদ্ধে থানায় তিনটি মামলা রয়েছে।
এ বিষয়ে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দু’জন মোটরসাইকেল আরোহী মুন্তাজ আলী নামের একজনকে শর্টগান দিয়ে গুলি করে। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তাদের শনাক্তের চেষ্টা চলছে।



