টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনা এড়াতে এবং মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকে পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন সড়কের মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আবু সাঈদ। অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
অভিযান চলাকালে বেপরোয়া গতি এবং হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে ২৩ জনকে মামলা দিয়ে মোট ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করেন এ আদালত।
এছাড়া নিজেদেরকে সুরক্ষিত রাখতে মোটরসাইকেল চালালোর আগে হেলমেট পরিধান নিশ্চিত করতে সকলকে সচেতন করেন ইউএনও। এ সময় হেলমেট ব্যবহারকারীদের ফুল দিয়ে উৎসাহিত এবং জনসচেতনতার উদ্দেশে লিফলেট বিতরণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু সাঈদ বলেন, সড়ক মহাসড়কে হেলমেট ছাড়া বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর হার বৃদ্ধি পেয়েছে। তাই আগের ঘোষণা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হেলমেটবিহীন চালকদেরকে জরিমানা করা হয়। পাশাপাশি আমরা হেলমেট পরিধানের বিষয়ে সকলকে সচেতন করেছি।
তিনি জানান, শিগগির ট্রাফিক সাইন শিখতে আগ্রহীদের নিয়ে মোবাইল ট্রাফিক স্কুল চালু করা হবে।