কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দুর্গম চরাঞ্চলের কর্মহীন দরিদ্র নারীদের বেকারত্ব ঘোচাতে সেলাই মেশিন দেয়া হয়েছে। জেলা পরিষদের অর্থায়নে ১৫ দিনের সেলাই প্রশিক্ষণ গ্রহণ করা ৪০ জন নারীকে এসব সেলাই মেশিন দেয়া হয়।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার শিলখুড়ী ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা উচ্চবিদ্যালয় মাঠে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
ভূরুঙ্গামারী উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মকবুল হোসেন ও আইসিটি অফিসার আশরাফুল আলম উপস্থিত থেকে এসব সেলাই মেশিন বিতরণ করেন।
সেলাই প্রশিক্ষণ গ্রহণকারী চস্পা বেগম জানান, ‘সেলাইয়ের প্রশিক্ষণ পেয়েছি, এখন সংসারের কাজের পাশাপাশি অন্যের পোশাক বানিয়ে দিয়ে বাড়তি আয় করতে পারব। এতে আমাদের অভাব দূর হবে।’
যুব উন্নয়ন অফিসার মকবুল হোসেন বলেন, ‘সেলাই মেশিনকে কাজে লাগাতে হবে। পোশাক তৈরি করে বাড়তি আয় করতে হবে। কোনো অবস্থাতেই সেলাই মেশিন বিক্রি করা যাবে না।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে কৃষি অফিসার আব্দুল জব্বার, আইসিটি অফিসার আশরাফুল আলম, উত্তর ধলডাঙ্গা উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল মতিন, ভূরুঙ্গামারী প্রেস ক্লাব সভাপতি আনোয়ারুল হক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম বক্তব্য রাখেন।



