ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার

পার্বত্য অঞ্চলের প্রাথমিক শিক্ষার সমস্যা সমাধানে আবাসিক স্কুল গড়তে হবে

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘পাহাড়ী অঞ্চলের ভৌগলিক দুর্গমতা, যাতায়াত ব্যবস্থা, দারিদ্রতা প্রাথমিক শিক্ষার প্রধান অন্তরায়।’

খাগড়াছড়ি প্রতিনিধি

Location :

Khagrachari
ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার
ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার |নয়া দিগন্ত

‘পার্বত্য অঞ্চলের প্রাথমিক শিক্ষার সমস্যা সমাধানে আবাসিক স্কুল গড়ে তুলতে হবে’ উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘পাহাড়ী অঞ্চলের ভৌগলিক দুর্গমতা, যাতায়াত ব্যবস্থা, দারিদ্রতা প্রাথমিক শিক্ষার প্রধান অন্তরায়।’

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ির টাউন হলে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় বলেন, ‘এ সমস্যা সমাধানে উপজেলায় আবাসিক স্কুল গড়ে তোলা হবে। যাতে যাতায়াতের সমস্যার সমাধান ও অর্থনৈতিকভাবে কিছুটা সহায়তা হবে। এটি পার্বত্য অঞ্চলে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অবদান রাখবে।’ বন্ধ আবাসিক স্কুল গুলোও সমস্যার সমাধান করে দ্রুত চালু করার কথা জানান তিনি।

মন্ত্রালয়ের সচিব আবু তাহের মো: মাসুদ রানার সভাপতিত্বে এ মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাত, সিপিইআইএমইউ-এর মহাপরিচালক তসলিমা আক্তার, জেলা পরিষদ সদস্য মিস শেফালিকা ত্রিপুরা।

অনুষ্ঠানে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালের প্রধান শিক্ষকরা শিক্ষাদানে নানা প্রতিবন্ধকতা ও ভোগান্তিগুলো তুলে ধরেন।

এছাড়াও অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।