ফরিদপুরের নগরকান্দায় পানিতে ডুবে আবুজর মোল্লা (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়।
আবুজর মোল্লা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের আটকাহনিয়া গ্রামের যুবায়ের মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে আবুজর মোল্লাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে অনেক খোঁজখবর নেয়ার পর বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়।
তারা আরো জানান, পরে তাকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অমিতাভ মৃত ঘোষণা করেন।