ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বরিশালের গৌরনদীতে দিনব্যাপী আন্তঃবিদ্যালয় ও আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ আগস্ট) গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার ১৪টি স্কুল ও চারটি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের মেধা ও যুক্তিবাদী দক্ষতার উজ্জ্বল প্রদর্শনী উপস্থাপন করেন।
স্কুল পর্যায়ে পালরদী মডেল মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং মাহিলাড়া অনন্ত লাল মাধ্যমিক বিদ্যালয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
অপরদিকে কলেজ পর্যায়ে গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন এবং মাহিলাড়া ডিগ্রি কলেজ রানারআপ হয়।
গৌরনদী ক্লাব অ্যান্ড সোসাইটির আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় আয়োজিত প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রাজিব হোসেন এবং গৌরনদী মডেল থানার ওসি মো: তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল।