কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আসা বিভিন্ন সংস্থা, বিদেশী প্রতিনিধি ও দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় রোহিঙ্গারা নিজেদের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা ও নিরাপদ প্রত্যাবাসনের আশাসহ নানা সমস্যার কথা তুলে ধরেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল থেকে তারা দুই দলে ভাগ হয়ে উখিয়ার বিভিন্ন ক্যাম্প ঘুরে দেখেন এবং সরাসরি রোহিঙ্গাদের সাথে কথা বলেন।
জানা যায়, রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আসা ৪০ দেশের প্রতিনিধির পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক দলের প্রতিনিধিরাও এ সফরে অংশ নেন। তারা প্রথমে ক্যাম্প-৪-এ বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) পরিচালিত ই-ভাউচার আউটলেট পরিদর্শন করেন। সেখানে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা গ্রহণের প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন অতিথিরা। পরে তারা বালুখালী ফ্রেন্ডশিপ হাসপাতালে গিয়ে রোহিঙ্গাদের চিকিৎসা কার্যক্রম দেখেন এবং উপস্থিত চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন।
ক্যাম্প সফরের অন্যতম আকর্ষণ ছিল রোহিঙ্গা নারীদের হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্র। সেখানে দেশী-বিদেশী প্রতিনিধিরা রোহিঙ্গা নারীদের সাথে দীর্ঘসময় আলাপ করেন। নারী প্রতিনিধিরা বিশেষভাবে রোহিঙ্গা নারীদের দক্ষতা উন্নয়ন ও তাদের স্বনির্ভরতার ওপর গুরুত্বারোপ করেন। সফরের বিভিন্ন মুহূর্তে অতিথিরা রোহিঙ্গাদের সাথে বিস্তর আলোচনার মাধ্যমে তাদের বাস্তব পরিস্থিতি জানার চেষ্টা করেন। পর দুপুরের পরিদর্শন শেষে প্রতিনিধি দল ক্যাম্প এলাকা ত্যাগ করেন।
উল্লেখ্য, রোহিঙ্গা সঙ্কটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে গত রোববার থেকে কক্সবাজারে শুরু হয় তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন ‘স্টেকহোল্ডার্স’ ডায়ালগ: টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’। মঙ্গলবার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মধ্য দিয়ে শেষ হয় এ সম্মেলন।
সম্মেলনে অংশ নেয়া বিভিন্ন দেশের প্রতিনিধি ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা মনে করেন, রোহিঙ্গা সঙ্কট দীর্ঘায়িত হওয়ার কারণে বাংলাদেশকে এককভাবে এ বোঝা বহন করতে হচ্ছে। এ অবস্থায় সঙ্কট সমাধানে বিশ্ব সম্প্রদায়ের আরো কার্যকর ভূমিকা রাখা এখন সময়ের দাবি।