হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে দুর্গাপুরে আ’লীগের ২ নেতা গ্রেফতার

বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর আদালত চত্বর থেকে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন তাদের স্বজনরা।

দুর্গাপুর (রাজশাহী) সংবাদদাতা

Location :

Rajshahi
গ্রেফতার আ’লীগের ২ নেতা
গ্রেফতার আ’লীগের ২ নেতা |নয়া দিগন্ত

হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে রাজশাহীর দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে রাজশাহীর আদালত চত্বর থেকে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন তাদের স্বজনরা।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দাওকান্দি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোজ্জামেল হক (৫৯) এবং উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক ও একই কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মতিন (৫৭)।

পুলিশ জানায়, বিস্ফোরণ ঘটিয়ে হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে চক জয়কৃষ্ণপুর এলাকার শাহাদত হোসেন নামে এক ব্যক্তি গত বছর থানায় মামলা করেন। ওই মামলার তদন্তে মোজ্জামেল হক ও আব্দুল মতিনের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ার পর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাদের গ্রেফতার করে।

পরে তাদের আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত দু’জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ওই মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন- রাজশাহী-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা, সাবেক সংসদ সদস্য প্রফেসর ড. মনসুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুজ্জামান শরিফ ও পৌরসভার সাবেক মেয়র সাজেদুর রহমান মিঠু প্রমুখ।