দৈনিক নয়া দিগন্ত পত্রিকার অনলাইনে সংবাদ প্রকাশের পর দোয়ারাবাজারে অবৈধভাবে মাটি বিক্রির দায়ে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার (২১ ডিসেম্বর) বিকালে উপজেলার সুরমা ইউনিয়নের শান্তিপুর হাওরে অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার সিংহ।
দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের শান্তিপুর গ্রাম সংলগ্ন এলাকায় অবৈধভাবে উপরিস্তরের মাটি কাটার কারণে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী মাটি বিক্রির দায়ে বাগড়া গ্রামের আব্দুল করিমের ছেলে আকলছ মিয়া (৩৫) কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধের জন্য নির্দেশনা দেয়া হয়।
এর আগে গতকাল শনিবার (২০ ডিসেম্বর) ‘দোয়ারাবাজারে ফসলি জমির মাটি বিক্রির হিড়িক, অসাধু চক্রের উৎপাত শিরোনামে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার অনলাইনে সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পরপরই উপজেলা প্রশাসন নড়েচড়ে বসে।’
অভিযানের বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার সিংহ নয়া দিগন্তকে জানান, ‘ফসলি জমির মাটি বিক্রির বিষয়ে তথ্য পাওয়ার সাথে সাথেই অভিযান সম্পন্ন হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্যকরে বালু ও মাটি উত্তোলন, বিক্রির কোন সুযোগ নেই। প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’



