মুন্সীগঞ্জে মাদক মামলায় আটক কারাবন্দিদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা

জেলা প্রশাসক তার বক্তব্যে মাদকদ্রব্য সেবনের কুফল সম্পর্কে সামাজিক সচেনতনতা বৃদ্ধি করার প্রতি আহ্বান জানান।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জে মাদক মামলায় আটক কারাবন্দিদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা
মুন্সীগঞ্জে মাদক মামলায় আটক কারাবন্দিদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের আয়োজনে মাদক মামলায় আটক কারাবন্দিদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) জেলা সমাজসেবা কার্যালয় ও জেলা কারাগারের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। এ সময় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, জেল সুপার, উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, উপ-পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, মুন্সীগঞ্জসহ অন্য সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক তার বক্তব্যে মাদকদ্রব্য সেবনের কুফল সম্পর্কে সামাজিক সচেনতনতা বৃদ্ধি করার প্রতি আহ্বান জানান এবং কারাদণ্ডপ্রাপ্ত মাদকাসক্তদের পুনর্বাসনের মাধ্যমে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে কারাবন্দিদের মাঝে জেলা পরিষদের তহবিল থেকে প্রাপ্ত দু’টি সেলাই মেশিন বিতরণ করেন জেলা প্রশাসক।