কটিয়াদিতে বেগম জিয়ার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দেশবাসীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

Location :

Kishoreganj
বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া
বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া |নয়া দিগন্ত

কিশোরগঞ্জ প্রতিনিধি ও কটিয়াদী সংবাদদাতা

কিশোরগঞ্জের কটিয়াদিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার নাগেরগ্রাম খাঁন বাড়িতে এ দোয়া মাহফিলের আয়োজন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য সচিব ও বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আশরাফ জালাল খান মনন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ মিয়া, জেলা যুবদলের কোষাধ্যক্ষ সুলায়মান ভূইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রুবেল, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম নিশাদ, সাবেক যুগ্ম সম্পাদক রাফিউল ইসলাম নৌশাদ ও জাকির হোসেন রাজিব।

এছাড়া বনগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিন মাসুদ, সাধারণ সম্পাদক এস এম মঞ্জুরুল ইসলাম পিন্টু, কটিয়াদি উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সেতু, পাকুন্দিয়া উপজেলা যুবদলের সভাপতি সুমন, সাধারণ সম্পাদক ছোটন, বনগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার, সাধারণ সম্পাদক কাইয়ুম, কটিয়াদি পৌর ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ নাসিম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মশিউর ও শিমুলসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দেশবাসীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।