যমুনায় গোসলে নেমে ২ দিন ধরে নিখোঁজ অন্তঃসত্ত্বা নারী ও শিশু

‘নদীতে প্রচন্ড স্রোতের কারণে বর্ষা ও লামিয়া পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডুবুরি দলকে সহায়তা করেছে। এই ঘটনায় যমুনার তীরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও শোক বিরাজ করছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান চলছে। এখন পর্যন্ত নিখোঁজদের কোনো সন্ধান পাওয়া যায়নি।’

Location :

Ghior
যমুনায় গোসলে নেমে ২ দিন ধরে নিখোঁজ অন্তঃসত্ত্বা নারী ও শিশু
যমুনায় গোসলে নেমে ২ দিন ধরে নিখোঁজ অন্তঃসত্ত্বা নারী ও শিশু |নয়া দিগন্ত

মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে গোসল করতে গিয়ে দুইদিন ধরে নিখোঁজ রয়েছেন বর্ষা খাতুন (২০) নামে এক অন্তঃসত্ত্বা নারী এবং লামিয়া খাতুন (১০) নামে এক শিশু।

বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১০টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। বেলা সাড়ে ৩টা পর্যন্ত নিখোঁজদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এর আগে বুধবার (১১ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার বাচামারা এলাকায় যমুনা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন- বাচামারা পূর্ব পাড়া গ্রামের মো: আব্দুল বয়াতীর মেয়ে বর্ষা খাতুন এবং মো: রাহেজ বয়াতীর মেয়ে লামিয়া খাতুন। জানা গেছে, বর্ষা খাতুন কয়েক মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার দুপুরে বাচামারা ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুছ আলী সেকের বাড়ির পেছনের দিকে যমুনা নদীতে একই পাড়ার ছয়জন নারী ও একটি শিশু একসাথে গোসল করতে নামেন। এক পর্যায়ে নদীর প্রবল স্রোত সবাইকে ভাসিয়ে নিয়ে যায়। স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় চারজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বর্ষা ও লামিয়া নিখোঁজ থাকেন।

ঘটনার পর স্থানীয়রা বহু চেষ্টা চালিয়েও তাদের খোঁজ না পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। পরে শিবালয়ের আরিচা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে বুধবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ২ ঘণ্টা উদ্ধার অভিযান চালান। তবে নদীতে প্রচণ্ড স্রোত এবং অন্ধকার নেমে আসায় উদ্ধার কার্যক্রমে কোনো অগ্রগতি হয়নি এবং নিখোঁজদের কোনো সন্ধান পান নি।

দৌলতপুর থানার ওসি আল মামুন আজ বিকেল ৩টার দিকে জানান, নদীতে প্রচন্ড স্রোতের কারণে বর্ষা ও লামিয়া পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডুবুরি দলকে সহায়তা করেছে। এই ঘটনায় যমুনার তীরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও শোক বিরাজ করছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান চলছে। এখন পর্যন্ত নিখোঁজদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

আরিচা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইনস্পেক্টর মো: নাদির হোসেন জানান, গতকাল আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়েছে। পরে সন্ধ্যা হয়ে যাওয়ায় অভিযান স্থগিত করা হয়েছিল। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু হয়েছে।