ঈশ্বরদীতে বিএনপি নেতা হত্যায় ব্যবহৃত বন্দুক উদ্ধার

বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কামালপুর গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

Location :

Pabna
দুই নলা বন্দুক উদ্ধার
দুই নলা বন্দুক উদ্ধার |নয়া দিগন্ত

পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা বিরু মোল্লা হত্যায় ব্যবহৃত একটি দুই নলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কামালপুর গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরদী থানাধীন লক্ষীকুণ্ডা ইউনিয়নের কামালপুর গ্রামের আব্দুল করিমের পরিত্যক্ত টিনের ঘরের পুরনো জিনিসপত্র ও খড়ি রাখার ঘর থেকে একটি লাল রঙের নেট দিয়ে প্যাঁচানো অবস্থায় ছয় রাউন্ড গুলিসহ একটি দুই নলা বন্দুক উদ্ধার করা হয়। আসামি জহুরুল মোল্লা পালানোর পথে অস্ত্রটি ওই ঘরে ফেলে গিয়ে থাকতে পারেন।

পুলিশ জানায়, র‍্যাব-১২-এর সহায়তায় মামলার প্রধান আসামি জহুরুল মোল্লাকে রোববার দিবাগত গভীর রাতে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রঘুনাথপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে আসামির দেয়া তথ্যের ভিত্তিতে লক্ষীকুণ্ডা ইউনিয়নের সাহাপাড়া মৌজায় তার নিজস্ব তিন নম্বর ইটভাটার পশ্চিম প্রান্তে অভিযান চালানো হয়। সেখানে টিন দিয়ে ঘেরা একটি অস্থায়ী টয়লেটের পেছন থেকে মাটির নিচে পুঁতে রাখা একটি পুরনো ব্যাগের ভেতর থেকে একটি ওয়ান শর্টগান, একটি বিদেশী রিভলভার, ৫ রাউন্ড শর্টগানের গুলি ও ২৬ রাউন্ড রিভলভারের গুলি উদ্ধার করা হয়। এরই ধারাবাহিকতায় বুধবার হত্যায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করল ঈশ্বরদী থানা পুলিশ।

উল্লেখ্য, নিজের জমিতে ইট ভাটার মাটি কাটা নিয়ে দ্বন্দ্বে গত ১৭ ডিসেম্বর নিজের চাচাতো ভাই মো: জহুরুল মোল্লার হাতে খুন হন ঈশ্বরদী থানাধীন লক্ষীকুণ্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বিরু মোল্লা।