রংপুরে বালুবোঝাই ট্রাক ও পিকআপভ্যানের সংঘর্ষে মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে তাজহাটের দমদমা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পিকআপভ্যানের হেলপার নগর মীরগঞ্জ এলাকার ইউসুফ আলীর ছেলে আরিফ (২০), যাত্রী পীরগাছার সাত দরগা এলাকার মোতালেব হোসেনের এক বছর বয়সী ছেলে স্বাধীন ও স্ত্রী শাহিনা বেগম (২৮)।
তাজহাট মেট্রোপলিটন থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী জানান, দমদমা ব্রিজের উত্তরে মহাসড়কের ওপর মালবাহী পিকআপভ্যানকে মাহিগঞ্জ যাওয়ার উদ্দেশে ইউটার্ন নেয়ার সময় ঢাকাগামী বালুবোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। আহতকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরো জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি উদ্ধার করে তাজহাট থানায় রাখা হয়েছে। ট্রাকের ড্রাইভার ও হেল্পার পলাতক রয়েছে।