নির্বাচনের বাকি মাত্র ১৬ দিন। অভ্যুত্থানের স্বীকৃতির জন্য এই নির্বাচনে যুক্ত করা হয়েছে গণভোট। সরকারি উদ্যোগে চালানো হচ্ছে প্রচারণা। কিন্তু সুনামগঞ্জের দোয়ারাবাজারের বেশিভাগ ভোটারদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট সম্পর্কে স্পষ্ট ধারণা নেই।
বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের নেতাকর্মীরা গণভোটে ‘হাঁ’ জয়যুক্ত করতে প্রচারণা চালালেও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘না’ ভোটের পক্ষে সরব থাকতে দেখা গেছে জাতীয় পার্টিসহ অন্য দলের স্থানীয় নেতাকর্মীদের।
উপজেলা প্রশাসনসহ সরকারি সব দফতর ও শিক্ষা প্রতিষ্ঠানে গণভোটের প্রচারণা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যানারে লক্ষ করা গেলেও উপজেলার বেশিভাগ ভোটারই গণভোট সম্পর্কে এখনো স্পষ্ট ধারণা পাননি। তারা বলছেন, প্রচারণা আরো বাড়ানো প্রয়োজন। তাহলেই এই উদ্যোগ ফলপ্রসূ হবে।
এদিকে, সীমান্তবর্তী এই প্রান্তিক উপজেলার মানুষের কাছে গণভোটের প্রচারণা পৌঁছাতে কাজ করার কথা জানান উপজেলা প্রশাসন।
দোয়ারাবাজার উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন, ‘ইতোমধ্যে লিফলেট বিতরণের পাশাপাশি উপজেলার বিভিন্ন অঞ্চলে এ প্রচার ছড়িয়ে দিতে নানাভাবে কাজ করা হচ্ছে। ভোটের রিকশা প্রতিদিন উপজেলার বিভিন্ন অঞ্চলে যাচ্ছে।’
তিনি জানান, দোয়ারাবাজার উপজেলায় এক লাখ ৯৭ হাজার ৬১৫ জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ৫৬৭ জন, নারী ভোটার ৯৭ হাজার ৪৭ জন ও হিজড়া (তৃতীয় লিঙ্গ) ভোটার একজন রয়েছেন।



