ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে ডাম্পট্রাকের চাপায় মোটরসাইকেল-আরোহী দুই যুবক নিহত হয়েছেন।
বুধবার (২১ মে) রাত ১১টার দিকে উপজেলার মজলিশপুর বিবিয়ানা পাওয়ার প্লান্টের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পিঠুয়া গ্রামের মজু মিয়ার ছেলে মঈনুল ইসলাম ইমন (২১) ও নিয়ামতপুর গ্রামের ছমির মিয়ার ছেলে ইজাজুল ইসলাম (২০)।
জানা যায়, বিবিয়ানা পাওয়ার প্লান্টের একটি ডাম্পট্রাক মোটরসাইকলটিকে চাপা দিয়ে দ্রুত গতিতে প্লান্টের ভেতর ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল-আরোহী চালকের মৃত্যু হয়। গুরুতর আহত অপর মোটরসাইকেল-আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তারও মৃত্যু হয়।
এসময় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ করে রাখে। পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই একজন মারা যান। অপরজনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়।