নড়াইলে জাতীয় নাগরিক পার্টির পরিচিতি সভা অনুষ্ঠিত

নড়াইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পরিচিতি সভা অনুষ্ঠিত।

ফরহাদ খান, নড়াইল
নড়াইলে জাতীয় নাগরিক পার্টির পরিচিতি সভা অনুষ্ঠিত
নড়াইলে জাতীয় নাগরিক পার্টির পরিচিতি সভা অনুষ্ঠিত |নয়া দিগন্ত

নড়াইলে জেলা শাখার উদ্যোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

এনসিপির নড়াইল জেলা শাখার আহ্বায়ক শরিফুল ইসলামের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন-এনসিপি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলামের বাবা জামিরুল ইসলাম।

অনুষ্ঠান পরিচালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক সামিরা খাতুন।

এছাড়া বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আইয়ুব হোসেন খান, নলদী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি, পাঁচগ্রাম ইউপি এস এম সাইফুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার আহ্বায়ক আব্দুর রহমান মেহেদী, আব্দুর রউফ, মাহবুবুর রহমান, মফিজুর রহমান, সাজ্জাদুর রহমান, জাকির হোসেন, ফারুক হোসেন, নড়াইল পৌর ছাত্রশিবিরের সাবেক নেতা আব্দুর রহিমসহ অনেকে।

এনসিপি গঠনের পর নড়াইল জেলায় আনুষ্ঠানিকভাবে প্রথম কোনো সভা অনুষ্ঠিত হলো।